সংবাদদাতা , অন্ডাল : কোয়রান্টিন সেন্টারে চোদ্দো দিন থাকার পর প্রশাসনের উদ্যোগে বাড়ির পথে রওনা দিল আটচল্লিশ জন ভিন জেলার বাসিন্দা ।
এত দিন এঁরা ছিলেন দক্ষিণ খণ্ড হাই স্কুলে অস্থায়ী শিবিরে । প্রশাসন সূত্রে জানা গেছে আচমকা লক ডাউন ঘোষণা হওয়ায় ভিন রাজ্যের অনেকেই জেলায় আটকে পড়েছিলেন । এ রকমই দু জন শিশু দুইজন মহিলা সহ আট চল্লিশ জনকে রাখার ব্যবস্থা করা হয়েছিল দক্ষিণখণ্ড হাই স্কুলের অস্হায়ী সেন্টারে । এরা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বীরভূম ও পুরুলিয়ার বাসিন্দা । জেলার বিভিন্ন জায়গায় তাঁরা দিনমজুর ও নির্মাণ শিল্প কাজের সাথে যুক্ত ছিলেন । চোদ্দো দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁদের । এদের মধ্যে সংক্রমণের কোন উপসর্গ নেই । সকলেই সুস্থ রয়েছেন । তাই শুক্রবার এদের নিজের নিজের বাড়ি যাওয়ার অনুমতি দেয় প্রশাসন । বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে । গোটা ব্যবস্থাটি তদারকি করতে সেন্টারে উপস্থিত ছিলেন অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা , অন্ডাল থানার ওসি পার্থ ঘোষ , অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি কৌশিক মণ্ডল সহ অন্যরা । প্রশাসনের পক্ষ থেকে দুজন মহিলাকে শাড়ি দুজন শিশুকে জামা প্যান্ট ও পুরুষদের লুঙ্গি ও গেঞ্জি উপহার দেওয়া হয় । ছাড়া পেয়ে খুশি আটকে পড়া শ্রমিকরা ।