সোমনাথ মুখার্জি,অন্ডাল- বারবার ধসের কারণে আতঙ্কিত অন্ডালের হরিশপুর এলাকার মানুষ। এলাকায় ধস একটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কখনও খোলামুখ খনির বিস্ফোর এর কারণে পাথর উড়ে এসে পড়ে এলাকায়। কয়েকমাস আগেই এলাকার একটা প্রাথমিক বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর ছাত্রের মাথায় পাথর উড়ে এসে লাগলে মাথা ফেটে যায়। বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ইসিএল কর্তৃপক্ষ সবকিছু জেনে শুনেও যেন কিছুই না জানার ভান করছেন এমনটাই মত গ্রামবাসীদের একাংশের।
যখন কোরোনা আতঙ্কের জেরে সারা বিশ্বের সাথে ভারতবর্ষে ও আতঙ্কের পরিবেশ তার উপর নতুন করে ধসের আতঙ্কে ভুগছেন অন্ডালের মদনপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হরিশপুর গ্রামের মানুষ। আজ অর্থাৎ বুধবার গ্রামের থেকে প্রায় ১০০ ফুট দূরত্বে আনুমানিক ২০০ মিটার জুড়ে বিরাট আকারের ধস দেখতে পান গ্রামবাসীরা। সেই ফাটল ধীরে হিরে আকারে বড় ও হচ্ছে এমনটাই অভিযোগ গ্রামবাসী বাবলু ঘোষ ও সুমন্ত পাল দের। গ্রামবাসীদের অভিযোগ তাদের গ্রামের একেবারে লাগোয়া রয়েছে ইসিএলের একটা খোলামুখ খনি। সেই খনির জেরেই এলাকায় ধসের মাত্রা বেড়েছে। আর ধসের ফলে কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে এলাকা। তার সাথে সাথে তীব্র ঝাঁজালো গন্ধে ভরে যাচ্ছে গ্রাম। এ অবস্থায় ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে থাকতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ। গ্রামবাসীদের অভিযোগ বার বার ইসিএল কর্তৃপক্ষ এর কাছে পুনর্বাসনের কথা বলেও আজ পর্যন্ত কোনও কাজ হয়নি। গ্রামবাসীরা হুমকি দিয়ে বলেন হয় তাদের পুনর্বাসন দিতে হবে নইলে খনির কাজ বন্ধ করতে হবে। যদিও এত কিছু হয়ে যাবার পরও ইসিএলের তরফে কোনো প্রতিনিধি ঘটনাস্থলে আসেননি ও তাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।