নিজস্ব সংবাদদাতা : মারণ ভাইরাস করোনার প্রকোপে সারা বিশ্ব আজ কাঁপছে। দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে দোকান পাট, বাজার প্রায় বন্ধ। এই অবস্থায় দুবেলায় সামান্য খাবারের সমস্যায় পড়েছেন বিশেষ করে দিনমজুর ও ভবঘুরে ভিখারীরা। এই সংকটের মুহূর্তে তাদেরকে অন্ন তুলে দিতে রাজ্য সরকারের সাথে এগিয়ে এসেছে এগিয়ে এসেছেন আর কে রিসার্চ সেন্টার নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থার কর্ণধার দিলীপ তড়ি জানান। আমাদের সামাজিক সংগঠন, সঙ্কটের এই মুহুর্তে, দেশের স্বার্থে নিরন্তর চেষ্টা করে চলেছে, যাতে এই অঞ্চলে কেউ অনাহারে না থাকে । সামাজিক সচেতনতার পাশাপাশি খাবার বিতরণ করা হচ্ছে। আমাদের এই দুর্দান্ত কাজের সাথে অনেক সম্মানিত বেক্তি জড়িত রয়েছে, আমরা তাদের সাহায্য ছাড়া এটা করতে পারতাম না। আমি এই মহান কাজে সহযোগিতার জন্য মাননীয় সমর পাল, মাননীয় স্বপন গোপ এবং নিমাই সরকার ( মলয় ) কে ধন্যবাদ জানাই।লকডাউন যতদিন চলবে আমাদের কর্মসূচি ঠিক ততো দিন চলবে। অবশেষে তিনি আরো জানান আগামী দিনে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি,গরিবদের পাশে আছি।