সোমনাথ মুখার্জি,অন্ডাল – মারণ ভাইরাস করোনার প্রকোপে সারা বিশ্ব আজ কাঁপছে। দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে দোকান পাট, বাজার প্রায় বন্ধ। এই অবস্থায় দুবেলায় সামান্য খাবারের সমস্যায় পড়েছেন বিশেষ করে দিনমজুর ও ভবঘুরে ভিখারীরা। এই সংকটের মুহূর্তে তাদেরকে অন্ন তুলে দিতে রাজ্য সরকারের সাথে এগিয়ে এসেছে পুলিশ ও সমাজ সেবি সংগঠনের লোকেরা।
সেভাবেই অন্ডালের উখরায় কয়েকজন সহৃদয় যুবক গত 10 দিন ধরে দিন ধরে এলাকার 300 জন ভবঘুরে ভিখারি ও স্থানীয় দুস্থ্য লোকেদের দুবেলা করে খাবার যোগান দিচ্ছেন। উখরায় সন্ন্যাসী কালি তলার বাসিন্দা কাজল পান্ডে,সুরজিৎ সিং প্রমুখরা ভোরবেলা থেকে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা নিয়েই রান্না বান্না করে পৌঁছে দিচ্ছেন গরিব মানুষগুলোর কাছে। দুবেলা দুমুঠো খাবার পেয়ে খুশি দুস্থ্য ভবঘুরেরা। তাদের এই প্রচেষ্টাকে বাহবা জানাচ্ছেন এলাকার মানুষ।