নিজস্ব সংবাদদাতা অন্ডাল, দুর্গাপুর: করোনা ভাইরাসের প্রকোপ বিশ্ব তথা দেশ জুড়ে চলছে হাহাকার। দেশে চলছে লোক ডাউন। এই অবস্থায় যারা দিন মজুর খেতে খাওয়া মানুষ চরম মুশকিলে পড়েছেন তারা। যদিও সরকার তাদের খাবারের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তথা সম্ভব চেষ্টা চালাচ্ছেন । এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে নানান স্বেচ্ছা সেবী সংগঠন।
ঠিক সেই সময় অন্ডালের বনবহাল ফাঁড়ি এলাকায় ৪০ জন গরীব পরিবারের হাতে ৫ কেজি করে চাল ও ৩ কেজি করে আলু তুলে দিলেন বনবহাল ফাঁড়ির আইসি সুকান্ত দাস। একইসাথে এদিন দুর্গাপুরের ইসকন মন্দির এর পক্ষ থেকে দুঃস্থ মানুষদের মধ্যে খিচুড়ি ও সবজি বিতরণ করলেন দুর্গাপুরের বিভিন্ন বস্তি এলাকায়। দুর্গাপুর ইসকনের দায়িত্বে থাকা মহারাজ অধৈর্য চন্দ্র দাস বলেন সারাদেশে যেভাবে লকডাউন চলছে সেই কথাকে মাথায় রেখে আমরা ইসকন এর পক্ষ থেকে দুঃস্থ মানুষদের হাতে এই পুষ্টিকর খাবার বিতরণ করলাম। এদিন কয়েক হাজার লোককে এই খিচুড়ি প্রসাদ বিতরণ করলেন।
দুঃসময় হাতে চাল ও খিচুড়ি প্রসাদ পেয়ে খুশি এলাকায় ।