মাচার থেকে পড়ে গিয়ে গুরুতর জখম এক মিস্ত্রি

0
908

সংবাদদাতা ,অন্ডাল : মাঁচার উপর চেপে বাড়ি মেরামতি কাজ করার সময় গাড়ির ধাক্কায় মাঁচা টি ভেঙে যাওয়ায় উপর থেকে পড়ে গুরুতর জখম হলেন রাজমিস্ত্রি । আহতের নাম শেখ আমজাদ (৩০ ) ।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে উখড়ার সৌমণ্ডল পাড়ায় বলরাম মণ্ডলের বাড়িতে মাঁচার ওপর চেপে মেরামতির কাজ করছিলেন রাজমিস্ত্রী শেখ আমজাদ । রাস্তার একাংশ জুড়ে বাঁধা ছিল মাঁচাটি । সেই সময় রাস্তা দিয়ে একটি ছোট চার চাকার গাড়ি পার হচ্ছিল । মাঁচা বাধারর ফলে রাস্তাটি সংকীর্ণ হওয়ায় গাড়িটি মাঁচায় ধাক্কা মারে ।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাজমিস্ত্রি শেখ আমজাদ উপর থেকে নিচে পড়ে যান । আঘাত লাগে চোখ নাক সহ শরীরের বিভিন্ন অংশে । আহত কে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহতের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর । ঘাতক গাড়ি ও গাড়ির চালককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা । অন্য দিকে রাস্তার উপর মাচা বাঁধা টা বেআইনি বলে সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here