নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগমের নির্মিত গ্রীন সিটি মিশন অন্তর্গত, শুক্রবার বিগবাজারের সামনে,আজ উদ্বোধন করলেন দুর্গাপুরের মেয়র দীলিপ আগস্তি ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, মেয়র ইন কাউন্সিল পবিত্র চ্যাটার্জী সহ অন্যান্যরা। এদিন ২টাকার কয়েন ঢুকিয়ে ওয়াটার এটিএম উদ্বোধন করলেন। এই এটিএমে পাওয়া যাবে ২টাকায় ১লিটার ঠান্ডা জল, ৪০টাকায় ৫লিটার জল পাওয়া যাবে। এদিন মেয়র জানান আজ ১৩টি ওয়াটার এটিএম চালু করা হল। তিনি আরো জানান জন সাধারণের কথা ভেবে,যেভাবে বাইরে এক লিটার জলের দাম দিতে হত কুড়ি টাকা বা পনের টাকা,দিয়ে কিনতে হত। তারই কথা ভেবে এদিন এই ওয়াটার এটিএম তৈরি করা হয়েছে । এই এটিএম এ ঠান্ডা পানীয় জল পাওয়া যাবে মাত্র 2 টাকায় 2 লিটার পাওয়া যাবে ঠান্ডা জল। তিনি আরো বলেন এই এটিএম জন সাধারণের জন্য করা হয়েছে,তিনি আরো বলেন জনসাধারণকে এই এটিএম ভালো ভাবে রাখতে হবে। রাখতে হবে। আশা করা যায় এই এটিএম এর দারা সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে করছে দুর্গাপুর বাসি।