নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর বেনাচিতির ১৪ নাম্বার ওয়ার্ডে নতুন পল্লীতে এলাকায় এক যুবক গায়ে আগুন লাগিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করাকে কেন্দ্র করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর এ-জন ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আসে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই যুবককে কুয়ো থেকে উদ্ধার করে তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রায় 80% অগ্নিদগ্ধ হয়েছে ওই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবকের নাম অমিত মন্ডল(৩৮) পেশায় টোটো চালক, অমিত মন্ডল এর পরিবার সূত্রে জানা গিয়েছে এলাকায় এক যুবতীর সাথে তার প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এদিন অমিত আত্মহত্যা করার চেষ্টা করে। প্রথমে এলাকার একটি ক্লাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু আত্মঘাতী হতে সফল না হওয়ায় ফের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। অগ্নিদগ্ধ অবস্থায় ক্লাবের পাশের একটি কুয়োতে ঝাঁপ দেয় অমিত। কিন্তু চিৎকারে শুনে এলাকার আশেপাশে লোকরা ছুটে চলে আসে। দেখে কুয়োতে অমিত পড়ে আছে। স্থানীয় লোকেরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসে এবং দমকলকর্মী আসে। তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।