নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : সিএএ ও এনআরসি বিরুদ্ধে দুর্গাপুরে বুধবার প্রতিবাদ মিছিলে হাঁটলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভিরিঙ্গি মোড় থেকে শুরু হয় এই মিছিল, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে কাসর বাজিয়ে মিছিল করেন। এই মিছিলে দুর্গাপুর আসানসোল সহ নেতাকর্মীদের হাঁটতে দেখা যায়। এই প্রতিবাদ মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী কে দেখার জন্য দেখার জন্য মানুষের অসংখ্য ভীড় রাস্তার দুপাশে দেখা যায়। এই মিছিল ভিরিঙ্গি মোড় থেকে বেনাচিতি বাজার হয়ে পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়৷ মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রি মলয় ঘটক, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি,ও বিধায়ক বিশ্বনাথ পারিয়াল সহ অন্যান্যরা।