কয়লা গাড়িতে চাপা পড়ে মৃত মহিলা, এলাকায় উত্তেজনা

0
792

সোমনাথ মুখার্জি , অন্ডাল : কয়লা গাড়িতে চাপা পড়ে মৃত মহিলা ! ঘটনাটি ঘটেছে দু’ নম্বর জাতীয় সড়কের অন্ডালের টপলাইন মোড়ে।

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা। মৃতার নাম কুসুম সিং ( ৩৫)। এরপর স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে,বিক্ষোভের জেরে দু নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বিশাল পুলিশবাহিনী।
সকাল ৯টা নাগাদ অন্ডালের দু-নম্বর জাতীয় সড়কের টপলাইনের কাছে কয়লা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, কয়লা গাড়ি উল্টে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মহিলার উপর পড়ে ফলে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
স্থানীয় বাসিন্দাদের সব অভিযোগ প্রশাসনের উপর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কয়লা বোঝায় গাড়িটি দ্রুতগতিতে ছিল ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে দু’নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে কয়েক ঘণ্টার জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় । এরপর অন্ডাল থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমার হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠায় । পড়ে পুলিশেরই আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here