নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের অভিনব উদ্যোগ নিল।”বেটি পাহানাও বেটির বাঁচাও” নামে একটি ডিভাইস তৈরি করে তাক লাগিয়ে দিলেন কলেজের ছাত্ররা। এই ডিভাইস টি সমাজের যেভাবে নারীদের ওপর নির্যাতন চলছে সেটিকে রোখার জন্য এই ডিভাইস খুব উপযোগী হবে বলে মনে করা হচ্ছে। কলেজের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার সমীর বসাক এই ডিভাইস টি কাজের সম্পর্কে তিনি জানান। যেসব মহিলা রাত্রে বাড়ি ফেরার সময় যদি কোনদিন কোন দুষ্কৃতীর হাতে পড়ে। এই ডিভাইস মহিলাদের অসুবিধার হাত থেকে রক্ষা করবে। ডিভাইসটির হাতের রিস্টে এর মাধ্যে থাকবে দুটি সুইচ একটি সুইচ জ্যাকেটে কারেন্ট প্রবাহ করবে আপর সুইচটি দাবলে এসএমএস যাবে। এই জ্যাকেট এর মধ্যে তামার তার জড়ানো থাকবে। কোন দুষ্কৃতী যদি কোন মহিলার উপর নির্যাতন করে তাহলে জ্যাকেট থেকে সক লাগবে ও ডিভাইসের মাধ্যমে একটি মেসেজ যাবে বাড়িতে ও পুলিশ থানায়। এর মাধ্যমে জানাও যাবে লোকেশন,এই ডিভাইসের মাধ্যমে মনে করা হচ্ছে নারীকে সুরক্ষা করা যাবে। তিনি আরো জানান এই ডিভাইস টি তৈরী করতে খচর হয়েছে চার থেকে পাঁচ হাজার টাকা। এই ডিভাইসটি খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে।