নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরে ২৯ নম্বর ওয়ার্ডে সাগর ভাঙ্গা এলাকায় শ্রমিক কল্যাণ পরিষদের (শ্রমিক মঙ্গল কেন্দ্র )পক্ষ থেকে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল বাৎসিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গ্রাফাইট কারখানা সংলগ্ন এডিডি এর মাঠে । এই প্রতিযোগিতায় আশে পাশে এলাকার প্রায় ৮০০ ছেলে মেয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ছিল ১০০ মিটার দৌড় ও ছেলে ও মেয়েদের হাই জাম্প লং জাম। এদিন খেলার সূচনা করেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিল চ্যাটার্জী। তিনি জানান শ্রমিক কল্যাণ পরিষদ পশ্চিমবঙ্গে ৫১টি রয়েছে। তিনি আরো জানান এই খেলায় যারা কোয়ালিফাইড করবেন তাদেরকে ফেব্রুয়ারি মাসে কলকাতার শর্ট লেগে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে, সেখানে খেলার জন্য। এদিন প্রায় আড়াইশো জনকে পুরস্কার